ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বেনজেমার হাতে এবারের ব্যালন ডি’অর দেখছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৩১ মে ২০২২

রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার হাতেই এবারের ব্যালন ডি’অর দেখছেন সাতবারের রেকর্ড এই অ্যাওয়ার্ড জয়ী লিওনেল মেসি।

এ মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে বেনজেমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শনিবার প্যারিসে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪ বারের মত ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গ্যালাকটিকোরা। 

ফাইনালে যদিও বেনজেমা গোল করতে পারেননি। কিন্তু নকআউট পর্বে বেনজেমার পরপর দুই হ্যাটট্রিকে রিয়ালের ফাইনালের পথ নিশ্চিত হয়। পিএসজির বিপক্ষে শেষ ১৬’তে ২-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে বেনজেমার ১৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়ালের জয়ের পথ সুগম হয়েছিল।

আর্জেন্টাইন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, “এখানে কোন সন্দেহ নেই, বিষয়টি একেবারেই স্পষ্ট যে বেনজেমার হাত ধরে যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে জয়লাভ করেছে রিয়াল তাতে বেনজেমাই এই অ্যাওয়ার্ডের যোগ্য দাবীদার। শেষ ১৬ থেকে প্রতিটি ম্যাচেই বেনজেমা পার্থক্য গড়ে দিয়েছেন।” 

“আমি মনে করি, এখানে কোন সন্দেহ থাকার কথা নয়।”

কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের দুদিন আগে মেসি একথাগুলো বলেছেন। কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালির মধ্যে প্রথমবারের মত এই ধরনের একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার নাম দেয়া হয়েছে ‘ফিনালিসিমা।’

দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি যে উত্তেজনা ছড়াবে তাতে কোন সন্দেহ নেই। 

মেসি বলেছেন, ‘ইতালির সাথে যা হয়েছে তা সত্যিই হতাশার। ইউরো জেতার পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মেনে নেয়া যায়না। ইতালির ইতিহাসের সাথে এটা মোটেই মানানসই না। যদি বিশ্বকাপে খেলতো তবে তারা হতো অন্যতম ফেবারিট। এটা তাদের দুর্ভাগ্য। ইতালি এমন একটি দল কেউই তাদের বিপক্ষে খেলতে চায়না।’

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনায় কাটিয়ে গত বছর পিএসজিতে যোগ দেন ৩৪ বছর বয়সী মেসি। কিন্তু প্যারিসের জায়ান্টদের হয়ে নিজের সেরা ফর্ম ফিরে পাননি এখনও। 

এপ্রেক্ষিতে মেসি স্বীকার করেছেন, এই পরিবর্তনটা বেশ কঠিন ছিল। এমনকি পরিবারের জন্যও নতুন পরিবেশে মানিয়ে নেয়াটা মোটেই সহজ ছিল না। 

২০২১ সালের শেষে কোভিডে আক্রান্ত হয়েছিলেন মেসি। সে সময় তার ফুসফুস ভাইরাসে আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। 

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে পরাজয়টাকে হতাশাজনক বলেছেন মেসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি