বেনাপোল বন্দর দিয়ে আবারো শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম
প্রকাশিত : ১৮:৩০, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩০, ১৫ সেপ্টেম্বর ২০১৬
ঈদুল আজহার ৫দিন ছুটি শেষে আবারো শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি কার্যক্রম।
এখনো ফেরেনি কর্মচাঞ্চল্য। আগামী সপ্তাহের আগে বন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হবে না বলে ধারণা করছেন বন্দর ব্যবহারকারীরা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালামাল খালাস প্রক্রিয়া শুরু হলেও, অনেক কর্মকর্তা না আসায় আমদানিকারকদের কাছ থেকে সাড়া মিলছে না। এদিকে, ঈদের আগে ও পরে ভারত থেকে পণ্য বোঝাই করে আসা কয়েকশ’ ট্রাক বন্দরের টার্মিনালে আনলোডের অপেক্ষায় আছে।
আরও পড়ুন