ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বেনাপোল সীমান্তে ২০ নারী পুরুষ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার সময় শিশুসহ ২০ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোলের আমড়াখালী থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে। আটককৃতরা বাগেরহাট, খুলনা, গোপালগজ্ঞ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী শিশু অবৈধ ভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালি চেকপোষ্ট থেকে শিশুসহ ২০ নারী পুরুষকে আটক করে। এ সময় দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

আটককৃদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আটক নারী মমতাজ ও রেশমা জানান, জীবিকা নির্বাহের জন্য তারা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ পথে ভারতের মুম্বাই শহরের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো। সেখানে পুলিশী তল্লাশির কারণে তারা দেশে ফিরে আসছিল। দালালরা তাদের সীমান্ত পার করে দিয়ে বাসে উঠিয়ে দেয়। আমড়াখালি বিজিবি চেকপোস্টে বাস চেক করে তাদের আটক করা হয়।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি