ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বেনাপোলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২২ অক্টোবর ২০১৮

 

নিরাপদ সড়কের দাবিতে যশোরের শার্শা উপজেলায় র‌্যালি ও মানববন্ধন করেছে প্রশাসন, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। 

সোমবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদ, বেনাপোল হাইস্কুল, সিনিয়র ফাজিল মাদ্রাসা, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলগুলোর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা রাস্তায় দাঁড়িয়ে ব্যানার ফেষ্টুন প্লে-কার্ড হাতে নিয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেন।

এ সময় হেলমেট ছাড়া কেউ যেন মোটর সাইকেল চালিয়ে গেলে তাকে দাঁড় করিয়ে জবাবদিহিতা করতে হয়েছে শিক্ষার্থীদের কাছে।

শার্শায় র‌্যালী ও মানববন্ধনে অংশ নেন উপজেলার নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি