বেনাপোলে পণ্যের মান যাচাইয়ে দীর্ঘসূত্রতা (ভিডিও)
প্রকাশিত : ১২:৫০, ৩০ ডিসেম্বর ২০১৮
বেনাপোল বন্দরে আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণকারী কোনো সংস্থার শাখা না থাকায় হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এতে খাদ্যদ্রব্যের মান পরীক্ষায় সময় নষ্ট হচ্ছে, যার কারণে সময়মতো খালাস নিতে পারছেন না আমদানিকারকরা।
বাংলাদেশের প্রধান এবং বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। দেশের অধিকাংশ মিল-কলকারখানার কাচামালসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে।
গুরুতপূর্ণ এই বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই অথবা বাংলাদশে বিজ্ঞান ও শিল্প গবষেণা পরিষদের কোনো শাখা নেই। তাই বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা বা ঢাকায় পাঠিয়ে শুল্কায়ন ও খালাসে দীর্ঘসময় ব্যায় হচ্ছে।
একই সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আমদানিকারকরা। নমুনা পরীক্ষা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোগান্তির কারনে অনেকে আগ্রহ হারাচ্ছেন, মান নিয়ন্ত্রণে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা।
যতো দ্রুত সম্ভব বেনাপোল বন্দরে পণ্যের মান নিয়ন্ত্রণের স্থায়ী অফিস চালুর দাবি করেছেন আমদানিকারকরা।
আরও পড়ুন