বেনাপোলে পুলিশ ও কাস্টমস কর্তাদের মধ্যে সংঘর্ষ
প্রকাশিত : ১০:২২, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫৫, ২১ ডিসেম্বর ২০১৭
বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনায় পাঁচ কাস্টমস কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বেনাপোল বন্দর থেকে সব ধরনের মালামাল খালাস প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশন।
কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাংগালী জানিয়েছেন, সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা ভারত থেকে দুজন লাগেজ পার্টি নিয়ে বিনা তল্লাশিতে কাস্টমস পার করার সময় কাস্টমস কর্মকর্তারা বাধা দেন। এতে পুলিশ ও কাস্টমসের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ওসি ওমর শরীফের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ এসে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এবং অফিস ভাঙচুর করেন। ফলে এ ঘটনার প্রতিবাদে কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর থেকে সব ধরনের মালামাল খালাস বন্ধ করে দেয়।
এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানিয়েছেন, সন্ধ্যায় তিনি পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নিতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে গেলে কাস্টমস কর্মকর্তারা তাঁকে ধাক্কা দেয়। তাই কাস্টমস ও পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় বলে তিনি দাবি করেছেন।
একে/এমআর
আরও পড়ুন