বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ এক পাসপোর্টযাত্রী আটক
প্রকাশিত : ০৮:৫৭, ৩১ জুলাই ২০১৮
যশোরের বেনাপোলে ভারত থেকে পাচার করে আনা এক লাখ ত্রিশ হাজার থাইল্যান্ডের বাথ ও নয় হাজার ভারতীয় রুপিসহ কামাল হাওলাদার (৪১) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক কামাল হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার হাজরাগাতি গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি-০০০২২২২।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সূত্রে জানা যায়, একজন মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘোরাঘুরি করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি চেকপোস্ট ক্যাম্পের সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে কামাল হাওলাদারকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি টাকায় তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশত তেষট্রি টাকার সমপরিমাণ থাইল্যান্ডের বাথ ও ভারতীয় রুপি পাওয়া যায়। আটক কামালকে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
একে//
আরও পড়ুন