ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বেনাপোলে ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৪ অক্টোবর ২০১৮

বেনাপোল পোর্ট থানার শিকড়ি এলাকা থেকে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাপাতা জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে জানা যায় চোরাকারবারীরা ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাপাতার একটি চালান ভারত থেকে পাচার করে এনে সীমান্তের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রিপিস ও ১২০ কেজি চাপাতা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি