ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বেনাপোলে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১৬:৪৩, ৩ এপ্রিল ২০১৯

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে মটরসাইকেল দুর্ঘটনায় মোস্তফা মাহমুদ সুমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, রাত সাড়ে ৯টার সময় আকস্মিক ঝড় ও শীলা বৃষ্টির মধ্যে সুমন বেনাপোল থেকে মটর সাইকেল যোগে দ্রুত বাড়ি ফেরার পথে বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে সড়কে নির্মানাধীন কালভার্টের পাশে আটকে থাকা বাঁশের সাথে ধাক্কা লাগে। এ সময় বাঁশের একটি মুখ সুমনের বুকের এক পাশ দিয়ে ঢুকে যায় এবং গুরুতর আহত হয়ে পড়ে থাকে। পরে সড়কে চলাচলকারী লোকের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার রানী জানান,দুর্ঘটনায় আহত সুমন নামে একজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এখানে কালভার্টের জন্য বড় গর্ত করা হলেও যানবাহন অথবা অন্যান্য বাহন যাতায়াত করার সময় সর্তকতা করার জন্য কোন সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। উপরন্ত সড়কের ওপর এমনভাবে বাঁশ বেধে রাখা হয়েছে যা যেকোন সময় এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি