বেনাপোলে ৫০ হাজার মার্কিন ডলারসহ পাচারকারী আটক
প্রকাশিত : ১৮:১৫, ১৪ জুলাই ২০১৮
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৫০ হাজার মার্কিন ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দুপুর ১২টার দিকে পুটখালী সীমান্তের খলসি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আক্তারুল ইসলাম পুটখালী পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল খলসি বাজারে অভিযান চালায়। মোটর সাইকেলে যাওয়ার সময় আক্তারুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী ৪২ লাখ টাকাসহ তাঁর মোটর সাইকেলটি জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দকৃত ডলার ও মোটর সাইকেলের মূল্য ৪২ লাখ ৯০ হাজার টাকা। আটক আক্তারুল মোটর সাইকেল ও জব্দকৃত ডলারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে এ ব্যাপারে মুদ্রা পাচার আইনে একটি মামলা করা হয়েছে।
কেআই/ এআর
আরও পড়ুন