ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বেপরোয়া বাইক চালক, উঠিয়ে দিচ্ছেন ফুটপাতেও [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৪৯, ২৪ এপ্রিল ২০১৮

ফুটপাত দিয়ে মোটর সাইকেল চালালে ৩ মাসের কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও এর প্রয়োগ নেই। বেপরোয়া চালকরা হরহামেশাই মোটর সাইকেল চালান ফুটপাত দিয়ে। এ’কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যানজট এবং সিগন্যাল নিত্যসঙ্গী। এ’কারণে দ্রুত গন্তব্যে পৌঁছাতে ফুটপাত দিয়ে মোটর সাইকেল চালান অনেকে।

মোটর সাইকেল চালকদের অনেকেই একে অপরাধ বলে মনে করেন না। তবে, পথচারীদের ভোগান্তির জন্য অনুতাপ করেছেন কেউ কেউ।

অন্যদিকে, ফুটপাত দিয়ে মোটর সাইকেল চালানোর কারণে ভোগান্তির কথা জানিয়েছেন পথচারীরা। এ’ কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে বলেও জানান তারা।

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও, ফুটপাতে বেপরোয়া চালকরা মোটর সাইকেল চালানোর কারণে লোহার পাইপ দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ট্রাফিক পুলিশ দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার মফিজউদ্দিন আহমেদ।

পথচারীরা বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হলেই বন্ধ হবে ফুটপাতে মোটর সাইকেল চালানো।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি