বেবিচকে ৫ পদে ১৩ জন নিয়োগ
প্রকাশিত : ১৫:৩১, ২৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৭
জনবল নিয়োগ দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটি ৫ পদে ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১) সহকারি প্রকৌশলী (সিভিল)-০১ টি
যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
২) সহকারী যোগযোগ প্রকৌশলী-০৫টি
যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা অথবা অংকে ন্যূনতম প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিদ্যুৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৩) সহকারি যোগাযোগ কর্মকর্তা-০২ টি
যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা, ফলিত বিদ্যা, অংক অথবা পরিসংখ্যানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা ন্যূন্যতম দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৪) উপ-সহকারি প্রকৌশলী (সিভিল)-০১ টি
যোগ্যতা
সিভিল প্রকৌশল ডিপ্লোমা।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৫) উপ-সহকারি প্রকৌশলী (ই/এম)-০৪ টি
যোগ্যতা
বিদ্যুৎ অথবা মেকানিক্যাল প্রকৌশল ডিপ্লোমা ।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীকে সরকার নির্ধারিত চাকুরির আবেদন ফরম স্বহস্থে পূরণ করে বা কম্পিউটারে মূদ্রণপূর্বক আবেদন দাখির করতে হবে। আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরস্থ নোটিশ বোর্ড এবং এর ওয়েবসাইটে (www.caab.gov.bd) পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রেরে সঙ্গে “ চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা”-এর অনুকূলে পাঁচশত টাকার অফেরতযোগ্য যে কোন তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এর নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারী, ২০১৮ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে পারবেন।
এম
আরও পড়ুন