বেবী মওদুদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১৫:২৭, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:২৭, ২৫ জুলাই ২০১৬
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
১৯৪৮ সালের ২৩শে জুন ভারতের পশ্চিমবঙ্গে জন্ম গ্রহণ করেন বেবী মওদুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স শেষ করার পর সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কাজ করেছেন দৈনিক সংবাদ, ইত্তেফাক, চিত্রালী ও মুক্তকণ্ঠ-এ কাজ করেন। সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুর আগে বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সামাজিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বরেণ্য এই সাংবাদিক। শিশুসাহিত্যিক হিসেবেও বেবি মওদুদের খ্যাতি দেশজুড়ে। প্রগতিশীল রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন সাংবাদিক বেবি মওদুদ।
আরও পড়ুন