ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বেরোবি ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ১৬ নভেম্বর ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত আনিত অভিযোগের অধিকতর তদন্তের স্বার্থে আলিমুল হক ও আব্দুল্লাহ আল মাসুদ লিমনকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উক্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সেলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এ কমিটি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আসবেন। তাদের আমরা সাধুবাদ জানাই। যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হোক।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি