ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেরোবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২৮ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ১০৮ তম সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের নৈতিক ও একাডেমিক শৃঙ্খলা তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বানিজ্য ও দখলকারী লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। 

বিশ্ববিদ্যালয় গেজেট অনুযায়ী, কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতিতে জড়িত থাকতে পারবেন না। কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এতদিন তো ক্যাম্পাসে হয়ে আসছে , তার উত্তর আমার কাছে নেই। তবে এখন যদি আমরা পাই আমরা গেজেটের আলোকে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রদান থেকে মামলা করা হবে। এইদিকে জড়িত দুই শিক্ষক ও সাত কর্মকর্তা, কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি ৭২  শিক্ষার্থীকে  বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী  শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। এখানে তিন ক্যাটাগরি রয়েছে। যাদের পড়াশোনা শেষ তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। আর যাদের পড়াশোনা চলমান আছে তাদের বিরুদ্ধে মামলা সহ একাডেমিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। কাকে কোন ধরনের একাডেমিক শাস্তি দেওয়া হবে তা শৃঙ্খলা বোর্ড ঠিক করবে।

উপাচার্য বলেন, যে সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ছুটি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের সাময়িক বরখাস্ত ও বেতন ভাতা কর্তনের সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট বোর্ড সেটির দায়িত্ব আমাকে দিয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস করতে দেখা যায়। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি