ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেরোবিতে জমকালো শীত উৎসব অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৬, ২৯ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘লোকজ সংস্কৃতি লালন করি, শান্তি সম্প্রীতির দেশ গড়ি’ স্লোগানে  লোকজ সাংস্কৃতিক সংগঠন টঙের গানের আয়োজনে শীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেইটিং ফোরামের (বিআরইউডিএফ) রম্য বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহারি পিঠা-পুলির স্টল নিয়ে বসেছেন। সেখানে দুধ চিতই, মালপোয়া, কাপ কেক, পাটি সাপটা, গোলাপ পিঠা, জামাই পিঠা, নুনিয়া, নারিকেল পাক্কন, শামুক পুলি, সূর্যমুখী পুলি, কুমড়াপটাস, দুধ পাকন সহ হরেক রকমের পিঠা-পুলির আসর বসে।

উৎসব দেখতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা আক্তার বলেন, পিঠা উৎসব যেন বাঙালির রক্তে মিশে আছে। বেরোবির টঙের গান কর্তৃক আয়োজিত পিঠা উৎসব যেন বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে নিজেকে গর্ববোধ করি। আমাদের এই পিঠা উৎসবে শুধু পিঠা নয় বরং পিঠার সাথে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি।

টঙের গানের পরিচালক মাহমুদুল হাসান আবির বলেন, বর্তমান যুব সমাজের মধ্যে যেন লোকজ সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি হারিয়ে না যায় সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। এত মানুষের ভীড় দেখেই মনে হচ্ছে আমাদের আয়োজন সার্থক। 

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় লোকজ সংগীত শিল্পী ফকির সাহেবসহ বিভিন্ন ব্যান্ড। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ক্যাম্পাস রেডিও। 

উল্লেখ্য, টঙের গান বিশ্ববিদ্যালয়ে একটি লোকজ ও সাংস্কৃতিক সংগঠন। যেটি গত বছর ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ পুরষ্কার প্রাপ্ত হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি