ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বেরোবিতে নতুন ডিন ও চার বিভাগীয় প্রধান নিয়োগ

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নতুন ডিন ও চার বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। 

এই নিয়োগ আদেশ ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। 

একইসঙ্গে বাংলা বিভাগের প্রফেসর ড. শফিকুর রহমানকে একই বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম ওই বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মোহাম্মদ রফিউল আজম খানকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  প্রধান এবং সহযোগী অধ্যাপক মির্জা আমিরুন নেছাকে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে এসব দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। 

উক্ত পদে তাঁদের নিয়োগ আদেশ পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি