ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বেরোবির ইতিহাস বিভাগে ভার্চুয়াল ক্লাসরুম উদ্বোধন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৬, ২৩ অক্টোবর ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।
 

মঙ্গলবার সকালে কবি হেয়াত মামুদ ভবনের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে নতুন ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, বেরোবি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান আরা তানজিয়া, সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, আকতারুল ইসলাম এবং প্রভাষক ইউসুফ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে সব বিভাগে ভার্চুয়াল ক্লাসরুম চালু করা হবে। ভার্চুয়াল ক্লাসরুম ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে নতুন মাত্রা যোগ করবে। 

শিক্ষার্থীরা জ্ঞান চর্চায় প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে খুব শীঘ্রই রংপুর বিভাগে পুরাকীর্তি খনন কাজ শুরু করা হবে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি