ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বেরোবির সামনে পিস্তল হাতে দুই নারীসহ আটক ৩

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১১, ৩১ ডিসেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে আবু সাঈদ চত্ত্বরে (পার্কের মোড়) পিস্তল হাতে দুই নারীসহ তিনজনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) হলুদ রঙের একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়। 

তাজহাট থানা পুলিশের ওসি শাহ আলম সর্দার বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি আর পিস্তলগুলো আসল কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি