ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলজিয়াম ২- তিউনিস ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বেলজিয়াম-তিউনেসিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে দুই দল। বিশ্বকাপের এই প্রথম কোনো ম্যাচে মুহূর্মুহু আক্রমণের চিত্র দেখছে ফুটবল প্রেমীরা। খেলার মাত্র ১৮ মিনিটেই তিন গোল দেখে ফেলেছে দর্শকরা। এর দুইটিই দিয়েছে বেলজিয়াম। বাকি একটি পরিশোধ করেছে তিউনিসিয়া।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পেনাল্টিতে এগিয়ে গেল বেলজিয়াম। খেলার মাত্র ৬ মিনিটেই পেনাল্টি পায় বেলজিয়াম। আর পেনাল্টির সেই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেননি বেলজিয়ামের মিড ফিল্ডার এডেন হাজার্ড। গোলপোস্টের বামদিকের কর্ণারের দিকে নেওয়া হাজার্ডের শট সরাসরি জালে গড়ায়। এতেই এগিয়ে যায় সাদা জার্সিধারীরা।

শুরু থেকেই তিউনিসিয়ার গোলপোস্টে আক্রমণ চালায় সাদা জার্সিধারীরা। মুহূর্মুহু আক্রমণ ঠেকাতে ব্যস্ত তিউনিস গোলকিপার ফারুক বিন মুস্তাফা। এরপর ৫ মিনিটেই ডি বক্সের ভেতরে সিয়াম বেন ইউসুফ এডেন হাজার্ডকে ট্যাকল করে বসে। এতেই পেনাল্টি পায় বেলজিয়াম।

পরে নিজেই তিউনিস গোল পোস্ট লক্ষ্য করে শট নেয় হাজার্ড। পেয়েও যান গোল। এদিকে খেলার ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমেরু লাকাকু। তবে গোল পরিশোধে মরিয়া তিউনিসিয়াও খেলার মাত্র ১৮ মিনিটেই একগোল পরিশোধ করে। দয়লান ব্রাউন খেলার ১৮ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি