বেলজিয়ামে পুলিশের গুলিতে সন্দেহভাজন ১ জঙ্গি নিহত
প্রকাশিত : ১২:৩৮, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৩:১৩, ২১ জুন ২০১৭
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস’র রেলস্টেশনে সন্দেহভাজন এক জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়েছে।
বেলজিয়াম পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিকে আত্মঘাতি হামলাকারী বলে দাবী করছে পুলিশ। এর আগে হামলাকারী স্টেশনে ছোট একটি বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোন হতাহতের ঘটনা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের শরীরে একটি সুইসাইড ভেস্ট ছিলো বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এখনো কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এদিকে এ ঘটনার পরই স্টেশন এলাকার আশেপাশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গেল বছরের মার্চে ব্রাসেলস’র রেলস্টেশনে আত্মঘাতি হামলায় নিহত হন বত্রিশ জন।
আরও পড়ুন