বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ফাইনালে ফ্রান্স
প্রকাশিত : ০২:০১, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:৪৬, ১১ জুলাই ২০১৮
রেড ডেভিলসদের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ১ম সেমিফাইনালে তারা বেলজিয়ামকে ১-০গোলে পরাজিত করে।
আগামী ১৫ জুলাইয়ের ফাইনালে তারা ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যেকার বিজয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে বেলজিয়ামের বিপক্ষে এক গোলে এগিয়ে গেলো ফ্রান্স। দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে স্যামুয়েল উমিতিতি এগিয়ে নেন ফ্রান্সকে। এরআগে প্রধমার্ধে গোলশূন্য থাকে দুদলের লড়াই।
ফাইনালে উঠার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় ফ্রান্স-বেলজিয়াম। দুদলই আক্রমণাত্মক শুরু করে। প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে ১৫ মিনিটে হাতের নাগালে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি এডেন হ্যাজার্ড।
পাল্টা আক্রমণে ২৩ মিনিটে সুযোগ পায় ফ্রান্স। কিন্তু তারাও স্বার্থ হাসিল করতে পারেনি। হাতে পাওয়া সুযোগ নষ্ট করেন অলিভিয়ের জিরু।
এরপর অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। উভয় দলই একাধিক সুযোগ পায়। তবে ফুটবল দেবী কাউকেই খুশি করেননি। ৩৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া। এর মিনিট দুয়েক পর ফ্রান্সকে রক্ষা করেন লরিস। শেষ পর্যন্ত গোলের খাতা ফাঁকা নিয়ে বিরতিতে যেতে হয় দুদলকে।