ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলা বাড়ার সাথে সাথে মন্ত্রনালয়ে তদবির বাড়তে থাকে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২:৫৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫৬, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

OKA__অনুরোধ, লবিং-তদবিরে অতীষ্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে মন্ত্রনালয়ে তদবির বাড়তে থাকে। রাজধানীর বিয়াম মিলনায়তনে বিয়াম ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশলের ওপর কর্মশার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। তদবিরের চাপে নিয়মিত কাজ ব্যহত হয় বলেও অভিযোগ করেছেন মন্ত্রী। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে শুদ্ধাচার না থাকলে প্রশাসনের কোথাও শুদ্ধাচার পাওয়া যাবে না। দেশকে বদলে দিতে হলে নিজের নৈতিকতাকে মজবুত করতে হবে; অন্যদেরও সৎ উপদেশ দিতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি