ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বেলুচিস্তানে পঞ্চম পোলিও শনাক্তের ঘটনায় নজরদারি ত্রুটি নিয়ে উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১৪ জুন ২০২৪

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েট্টায় পোলিও আক্রান্তের পঞ্চম ঘটনার পর পোলিও নির্মূল অভিযানের নজরদারি ত্রুটি এবং সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বেড়েছে। জেলায় পোলিও নির্মূল ক্যাম্পেইন চালানোর একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পঞ্চম পোলিও রোগী শনাক্ত হয়েছে বলে ডন জানিয়েছে।

কোয়েটার গঞ্জ বাইপাস ইউসি তামির-ই-নাউ এলাকায় দুই বছরের এক ছেলে শিশু রোগ নিশ্চিত হওয়ার আগেই মারা গেছে। গত ২৯ এপ্রিল সে পোলিও আক্রান্ত হলেও রোগ নিশ্চিত করা হয় গত ৮ জুন। রোগ শনাক্তে ছয় সপ্তাহের বিলম্বের কারণে শিশুটি মারা গেছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) আঞ্চলিক ল্যাবরেটরির প্রতিবেদন বলছে, শিশুটির প্রাথমিকভাবে ডায়রিয়া ও বমি হয়েছিল। চিকিৎসার জন্য কোয়েটার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ১০ দিন পরে শিশুটির শরীরের নিচের অংশে দুর্বলতা তৈরি হয়, যা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত শরীরের অন্যান্য অঙ্গগুলোকেও প্রভাবিত করে। পরবর্তীতে শিশুটিকে করাচির জাতীয় শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার প্যারালাইসিস শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মে শিশুটি মারা যায়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি