ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বেলুচিস্তানে বোমা হামলা: ৪ পুলিশ নিহত

প্রকাশিত : ১৩:০২, ১৪ মে ২০১৯ | আপডেট: ১৩:০৭, ১৪ মে ২০১৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী বোমা হামলায় পুলিশের চার সদস্য নিহত হয়েছেন। সোমবারের ওই হামলায় আহত হয়েছেন আরো ১১ জন। গত তিনদিনে প্রদেশটিতে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

কোয়েটা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চিমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হতে থাকেন। এসময় পুলিশ লোকজনের নিরাপত্তায় দায়িত্বে এলে তাদের লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়।এ সময় মুসল্লিদের নিরাপত্তায় দায়িত্বে থাকা র‌্যাপিড রেসপন্স গ্রুপের চার সদস্য প্রাণ হারিয়েছেন।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত শনিবার বেলুচিস্তান প্রদেশে একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় আটজনের মৃত্যু হয়। যার মধ্যে পাকিস্তান নৌবাহিনীর এক সদস্যও রয়েছেন।

তথ্যসূত্র: ডন

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি