ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বেলুচিস্তানে স্থলমাইন হামলায় নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১১ আগস্ট ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্থলমাইন বিস্ফোরণে একটি ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় সোমবার রাতে একটি গাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালালে হতাহতের এই
ঘটনা ঘটে।

পাঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরোকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক
ইয়াকুব ও অন্যরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তার আগেই দুর্বৃত্তরা পথে একটি বিস্ফোরক যন্ত্র পুঁতে রাখে।
গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছানো মাত্রই সেটি বিস্ফোরিত হলে প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। তারা বালগাটার এবং
পাঞ্জগুরের বাসিন্দা। হাসপাতালে নিহত চারজনকে তাদের স্বজনরা শনাক্ত করেছেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি