ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

বেশি তাপমাত্রায় কি করোনা মারা যায়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১৪ এপ্রিল ২০২০ | আপডেট: ২০:৩৭, ১৪ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সোয়া ১৯ লাখের বেশি। মারা গেছেন এক লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ। তবে সাড়ে চার লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এছাড়া বাংলাদেশেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২০৯ জন। ফলে এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

এই মহামারি থেকে কীভাবে বাঁচা যায় তা নিয়ে প্রতিদিনই গবেষণা করে যাচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিশ্বের নামকরা সব চিকিৎসা বিজ্ঞানীরা এই ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের চেষ্টা করছেন। মহামারি থেকে বাঁচতে অনেকেই মনে করেন উচ্চ তাপমাত্রায়ও এই ভাইরাসটি মারা যায়। আসুন জেনে নেই এ বিষয়ে গবেষকরা কী বলেন- 

উচ্চ তাপমাত্রায়ও দীর্ঘসময় সক্রিয় থাকতে পারে নতুন করোনাভাইরাস। তাপ প্রায় ফুটন্ত অবস্থার কাছাকাছি নিলেই কেবল এই ভাইরাস ধ্বংস হয়। ফ্রান্সের একদল গবেষকের পরীক্ষায় এমন ফল পাওয়া গেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের এইক্স-মার্সাইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেমি চ্যারেল ও তার সহকর্মীরা এই গবেষণা চালিয়েছেন। ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায় এক ঘণ্টা ধরে করোনার স্যাম্পলকে তাপ দেয়ার পরও এর কিছু অংশকে সক্রিয় দেখতে পেয়েছেন তারা।

ভাইরাসকে সেদ্ধ করার পর্যায়ের তাপামাত্রা প্রয়োগ করেন বিজ্ঞানীরা। এর যা ফল এসেছে তাতে ল্যাবের কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নতুন করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য আফ্রিকার এক ধরনের বানরের কিডনি কোষ এবং জার্মানির একজন রোগীকে ব্যবহার করেন বিজ্ঞানীরা। ‘পরিষ্কার’ এবং ‘নোংরা’ পরিবেশে রাখা হয় সংগ্রহ করা ভাইরাসের স্যাম্পলকে। তাপ প্রয়োগের পর দেখা যায়- পরিচ্ছন্ন পরিবেশে থাকা ভাইরাস নিষ্ক্রিয় হয়ে পড়লেও সক্রিয় থাকে নোংরা পরিবেশের ভাইরাস।

মর্নিং পোস্ট বলছে, ল্যাবে করোনার স্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য ৬০ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা ব্যবহার হচ্ছে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও তাপ প্রয়োগ করাই এই সমস্যা সমাধানের একমাত্র পথ বলে ফ্রান্সের গবেষক দল জানিয়েছে। তারা বলছেন, ১৫ মিনিট ধরে ৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করোনার স্যাম্পলের ওপর প্রয়োগ করা হলে এটি পুরোপুরি অকার্যকর হয়ে যায়।

প্রসঙ্গত, ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পানি ফুটে যায় বা বাষ্পীভূত হয়।

গবেষণার সঙ্গে জড়িত একজন বলেন, পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন আচরণ করে করোনাভাইরাস। এই জটিলতা সমাধানের পথ খুঁজছেন চিকিৎসকরা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি