ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেশীরভাগ খাল অবৈধ দখল আর ময়লা আবর্জনায় ভরাট

প্রকাশিত : ১২:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৫, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

অবৈধ দখল আর ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে চট্টগ্রামের বেশীরভাগ খাল। এতে ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে বন্দরনগরীর পানি নিষ্কাশন পথগুলো। এতে সামান্য বৃষ্টিতে নগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। খাল ভরাট হয়ে যাওয়ার জন্যে সিটি কর্পোরেশনকে দুষলেন স্থানীয়রা। ময়লা আর্বজনার স্তুপে ভর্তি  বেদখল হয়ে যাওয়া এই খালটি দেখে বোঝার উপায় নেই, এটি চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাষনের প্রধান পথ মহেষখাল। আর এই খালের মুখে দেয়া অস্থায়ী বাঁধ এখন স্থানীয়দের বিষ ফোঁড়া। জেলা প্রশসানের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাষনের জন্যে এক সময় ছিল ১৬টি খাল সহ অসংখ্য নালা। মহেষ খালের মত চট্টগ্রামের বিভিন্ন খাল দিয়ে এক সময় চলাচল করতো শত শত পণ্যবাহী নৌকা আর সাম্পান। এখন এসব খাল পরিনত হয়েছে ময়লা আর্বজনার ভাগাড়ে। ফলে হালিশহর, আগ্রাবাদের মত বিভিন্ন এলাকা সামান্য বৃষ্টিতেই যায় তলিয়ে। এদিকে খাল ভরাট হয়ে যাওয়ার জন্যে স্থানীয়রা দুষলেন সিটি কর্পোরেশনকে। অবৈধ দখল আর ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া এসব খাল পুনরুদ্ধার আর পুন খনন করে পানি নিষ্কাষনের পথ দ্রুত সুগম করা হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি