ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেসরকারিভাবে হজে যেতে লাগবে ৬ লাখ ৭২ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৪:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যেতে গুনতে হবে জনপ্রতি কমপক্ষে ৬ লাখ ৭২ হাজার টাকা। 

বৃহস্পতিবার রজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাব। 

হাব জানায়, তাদের এবারের খরচ সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের চেয়ে ১১ হাজার টাকা কম। বিমান ভাড়া বৃদ্ধি এবং সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে এবার হজের খরচ গত বছরের তুলানয় দেড় লাখ টাকা বেশি বলেও জানিয়েছে হাব। 

হাব সভাপতি বলেন, প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার কর্তৃক অতিরিক্ত কোন ফি আরোপ করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, ঘোষিত প্যাকেজে হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের সীমানার সর্বোচ্চ ১৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। 

দেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। যার মধ্যে ১ লাখ ১২ হাজার ১৯২ জনই যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। 

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি