ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বেসিক ব্যাংকে যোগ দিলেন নতুন এমডি আউয়াল খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ২ নভেম্বর ২০১৭

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মূহম্মদ আউয়াল খান। গত বুধবার নতুন এ এমডি যোগদান করেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আউয়াল খান এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান) সহ এম.কম ডিগ্রি অর্জন শেষে ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকে মহাব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংকে ডিএমডির দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৬ সালের ১৪ নভেম্বর থেকে গত আগস্ট পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ছিলেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালী, চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, নেপাল, থাইল্যান্ড ও ওমান ভ্রমণ করেন। জনাব খান বরিশালের বাকেরগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরকে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি