ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বেসিক ব্যাংকের ‘সঞ্চয় মাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত : ২২:১৩, ১৫ এপ্রিল ২০১৯

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ‘বাংলা বর্ষ ১৪২৬ বরণ’ উপলক্ষ্যে বৈশাখকে ‘সঞ্চয় মাস’ হিসেবে ঘোষণা করেই ‘সঞ্চয় মাস’ উদযাপন শুরু হয়েছে। হিসাব খোলার বিপরীতে আমানতকারী গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় মুনাফা। এছাড়া মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন এবং নারী গ্রাহকদের হিসাব খোলার বিপরীতে রয়েছে বিশেষ মুনাফা অফার।

সোমবার (১৫ এপ্রিল) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের আমানত পরিস্থিতির উন্নয়নে এই বিশেষ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন।  ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, ঢাকা ও এর আশে-পাশের জেলাসমূহের সকল শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং সহকারি মহাব্যবস্থাপক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি