ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বেসিস নির্বাচন বাতিল, কমিটির মেয়াদ বাড়ল ৬ মাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৭ মার্চ ২০১৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল করে নতুন পুনঃতফশিল ঘোষণার নির্দেশ দিয়েছে। বেসিসের ১১ জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় সম্প্রতি এ নির্দেশনা দেয়।

আদেশে বলা হয়েছে, ৩১ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করতে হবে। একই আদেশে বর্তমান কমিটিকে নির্বাচনের ব্যবস্থা করতে সময় দেওয়া হয়েছে। আর মেয়াদও বাড়ানো হয়েছে ৬ মাস।

নির্বাচন বাতিলের ও ছয় মাস মেয়াদ বাড়ানোর বিষয়টি দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার নেতৃত্বে অংশ নিতে যাওয়া ‘উইন্ড অব চেঞ্জ’ প্যানেলের সদস্য ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিশ্চিত করেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি