ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেড়েছে সোনার দর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রায় তিন মাস পর বাড়ানো হয়েছে সোনার দাম।  শুক্রবার থেকে বর্ধিত এ নতুন দর কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বেড়েছে। শুক্রবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৭ হাজার ১২২ টাকায়, যা বিক্রি হচ্ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকায়।

২১ ক্যারেটের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩৪১ টাকা। এই মানের সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ১৯৮ টাকা, এতদিন যা বিক্রি হচ্ছিল ৪৩ হাজার ৮৫৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ৩৮ হাজার ৬৬৬ টাকায়। ভরিতে ৯৯১ টাকা বাড়িয়ে এর দাম ঠিক করা হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা।

সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৮১৬ টাকা। প্রতি ভরি ২৪ হাজার ৮৪৪ টাকায় বিক্রি হয়ে আসা এই সোনা শুক্রবার থেকে ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৮ মে সোনার দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে টানা কয়েক দফা দাম বাড়ানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। তবে রুপার দর অপরিবর্তিত রয়েছে বলে সমিতি জানিয়েছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি