বৈচিত্র্যভরা নাপিত্তাছড়ার ঝিরি ঝরণা
প্রকাশিত : ১২:৫৯, ১৩ অক্টোবর ২০২১
পর্যটকদের কাছে প্রিয় নাম সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত। আরও আছে মীরসরাইয়ে নাপিত্তছড়ার বুনো ঝরণা। পাশেই অনিন্দ্য সুন্দর কুপিকাটাখুম, মিঠাছড়া আর বাঘবিয়ানীর প্রবাহ। আছে মনোমুগ্ধকর ঝিরি ঝরণা।
বৈচিত্র্যভরা নাপিত্তাছড়ার প্রবাহ। সবুজে ঘেরা ঝিরি পথের এই প্রবাহ পর্যটকদের কাছে অপার এক আকর্ষণ।
মীরসরাইয়ে নাপিত্তছড়ার নান্দনিক ঝিরিপথে দেখা মিলবে আকাশছোঁয়া পাথড়ের চাঁই। কোথাও নুড়ি বিছানো পথ। একটু দূরেই নান্দনিক জলধারা।
প্রথমেই দেখা মিলবে কুপিকাটাখুমের। নাপিত্তাছড়ার সবচেয়ে সুন্দর ঝরণার দেখা মিলবে অল্প দূরে।
বাঘবিয়ানী নামের ঝরণার সৌন্দর্যও কোন অংশে যেনো কম নয়।
সীতাকুণ্ডের গুলিয়াখালীর সবুজ সৈকত পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
একদিকে দিগন্তজোড়া সাগরের জলরাশি অন্যদিকে সারিবদ্ধ কেওড়া বন গুলিয়াখালীকে করেছে অপরূপা।
ভিডিও-
এএইচ/
আরও পড়ুন