ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল

বৈঠক আহ্বান করেছেন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর প্রথমবারের মতো বৈঠক আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ বৈঠকের খবর জানিয়ে জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেন, ‘আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর এই প্রথম তিনি বৈঠক আহ্বান করেছেন।’

এর আগে গত ২৪ মার্চ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক ছিল জোট সমন্বয়কারী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বশেষ বৈঠক। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জোট নেতারা জানান, মির্জা ফখরুল ইসলামের ব্যস্ততাসহ সার্বিক পরিস্থিতিতে জোটের সমন্বয়কারী হিসেবে নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি