বৈঠক করলেন পোপ ফ্রান্সিস ও পেট্রিয়ার্ক কিরিল
প্রকাশিত : ১২:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
ঐতিহাসিক বৈঠকে মিলিত হলেন পোপ ফ্রান্সিস ও রাশিয়ান অর্থডক্স পেট্রিয়ার্ক কিরিল।
মেক্সিকো সফরের আগে কিউবায় যাত্রা বিরতির সময় বিমান বন্দরে সাক্ষাত হয় এ দুই ধর্ম যাজকের। ১১শতকে ক্রিস্টান ধর্ম পূর্ব পশ্চিমে ভাগ হওয়ার পর এটিই প্রথম সর্বোচ্চ ধর্মীয় পর্যায়ের সাক্ষাৎ। এসময় তারা বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আইএসের মত জঙ্গী সংগঠনগুলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ক্রিস্টানদের ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্য ধ্বংস করছে বলে অভিযোগ করেন এ দুই ধর্ম যাজক। এছাড়া সিরিয়া, আফগনিস্তান ও ইরাকে প্রয়োজনীয় সাহায্য পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তাঁরা। এসময় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো উপস্থিত ছিলেন।
আরও পড়ুন