বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ
প্রকাশিত : ১৩:০৩, ২০ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:৫৯, ২০ মার্চ ২০১৯
রাজধানীর মিরপুরে একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণ লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মোহাম্মদ হান্নান (৩৫) ও তার স্ত্রী আছিয়া বেগম এবং তাদের পাশের রুমের ভাড়াটিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক উজ্জ্বল (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, হান্নান ও উজ্জ্বলের অবস্থা গুরুতর। আছিয়া মোটামুটি ভালো আছেন।
মোহাম্মদ হান্নানকে দেখতে আসা এক আত্মীয় ফরিদা বেগম বলেন, মিরপুর ১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকার একটি সেমিপাকা বাড়িতে থাকেন তারা। আর ওই বাড়ির পাশের বাসায় থাকেন উজ্জ্বল। রাত ৩টার দিকে হান্নান ঘুম থেকে ফ্যানের সুইচ চালু করলে সেখানে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়।
এমএইচ/
আরও পড়ুন