ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বৈশাখ মাসে প্রাণিসম্পদের পরিচর্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০, ৭ মে ২০২০

এই সময়ে মুরগি পালনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে , তার মধ্যে অন্যতম হচ্ছে, খাদ্য গ্রহণ, গরমকালে মুরগি পালনে যেসব সমস্যা দেখা দেয় তাহলো খাদ্য গ্রহণ, ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধির হার, লেয়ার ও ব্রিডারের ডিম উৎপাদনসহ ডিমের খোসার গুণগতমান কমে যায় এবং খামারে মুরগি মারা যাওয়ার হার বেড়ে যায়। এই সব কারণেই এই সময়ে ব্রুডার হাউসের শেডে বাচ্চা তোলার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও গ্লুকোজ খাওয়াতে হবে। আর লেয়ার হাউস ব্যবস্থাপনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শেডের চাল বা ছাদে তাপ বিকিরণ করতে পারে এমন সাদা, অ্যালুমিনিয়িাম রঙ দেয়া প্রয়োজন। এই সময়ে বৃষ্টি হলেও মাঝে মাঝেই আবহাওয়া অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে তাই, অতিরিক্ত গরমে পাইপ বা ঝরনার মাধ্যমে পানি ছিটানোর ব্যবস্থা করা প্রয়োজন। ক্ষুদ্র খামারের ক্ষেত্রে কম খরচে কাজ করার জন্য চালের ওপরে পাটের চট দিয়ে পানি ছিটাতে হবে। প্রচন্ড রকম গরমে খাবারের পানির সঙ্গে প্রয়োজন অনুয়ায়ি  বরফ মেশানো দরকার। হাঁস, মুরগির রোগ প্রতিরোধে ভ্যাকসিন বা টিকা অবশ্যই নিয়মিত  দিতে হবে। সে জন্য  মুরগির রানীক্ষেত, ব্রংকাইটিস, ফাউলপক্ষ, ফাউল কলেরা, ম্যারেক্স এবং হাঁসের প্লেগ ও কলেরা রোগের টিকা দেয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ে গোখাদ্যের জন্য চাষ করতে পারেন নেপিয়ার, বাজরা, প্যারা, ভুট্টা, ইপিল ইপিল ।  এই সব চাষের জন্য এখনই ভালো সময় , ব্যবসায়িক ভিত্তিতে বাড়ির আশপাশে, পুকুর পাড়ে, রাস্তার ধারে, পতিত জায়গায় গোখাদ্যের চাষ করে লাভবান হওয়া যায়। গ্রীষ্মের তাপদাহে গবাদি পশুর জন্য অতিরিক্ত খাবার, বিশ্রাম, ঘরে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, গবদি পশুকে বেশি পানি খাওয়ানোসহ অন্যান্য কার্যক্রম সঠিকভাবে করতে হবে। এ সময় গবাদি পশুর তড়কা ও গলাফুলা রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য টিকা প্রদানসহ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি