ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বৈশাখী পান্তা-পিয়া

সৈয়দ মুসতাফা মুনীরুদ্দীন 

প্রকাশিত : ১৫:৫০, ১৪ এপ্রিল ২০২৪

'ইলিশ মাছের তিরিশ কাঁটা',
'বোয়াল মাছের দাঁড়ি', 
দামি খাবার, হঠাৎ শাড়ি 
ফুটানি দাও আড়ি।

ইলিশ বাঁচাও গর্ভকালে
বৈশাখী মওসুমে,
সারা বছর খাবো ইলিশ
মজার মহা ধুমে।

টকমিষ্টি পিঠাপুলি
তেঁতুল গুড়ের পানি,
নয়া চালের পান্তা শীতল,
স্বাদের কী হাতছানি !!
মাটির মায়া মায়ের ছোঁয়ায়
ভুুনা তেলাপিয়া,
সরষে বাটা, পোড়া মরিচ 
খাবো *পান্তা-পিয়া*।

ধনধান্যে ফলে ফুলে,
গান ধরবে শালিক,
বাঙলা আবার দাও গো ভরে
ওহে আল্লাহ্ মালিক। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি