ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বৈশ্বিক নিরাপত্তায় বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন ওবামা

প্রকাশিত : ০৯:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

বৈশ্বিক নিরাপত্তায় বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া শেষ ভাষনে ওবামা বিশ্বের অর্থনীতি, গণতন্ত্র এবং জলবায়ু পরিবর্তন রোধে তার শাষণামলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকট এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় নতুন কর্মপদ্ধতি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন ওবামা। তিনি আরো বলেন, ধনী গরীবের বৈষম্য নতুন বিষয় না হলেও তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুতই এই ব্যবধান কমিয়ে আনতে হবে। কারণ হিসেবে তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খুব সহজেই সব মানুষের চিন্তা-ধারায় পার্থ্যক্য কমে আসছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি