বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা: গ্রেফতারে আগে ‘সবুজ সংকেত’ লাগবে উর্ধ্বতনের
প্রকাশিত : ১৮:২৪, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২৫, ১২ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে করা মামলায় এখন থেকে কাউকে গ্রেফতার করতে হলে আগে নিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি। এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন।
নির্দেশনায় বলা হয়েছে, এসব মামলায় এজাহারে অনেক সময় অনেক জনের নাম থাকে। কাউকে গ্রেফতারের আগে অবশ্যই তার বিরুদ্ধে যুক্ত থাকার প্রমাণ দেখাতে হবে। যেমন: ভুক্তভোগীর বক্তব্য, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ঘটনার ভিডিও-অডিও বা ছবি, মোবাইল কললিস্ট (সিডিআর) ইত্যাদি।
ফারুক হোসেন বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই—কোনও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন পার না পেয়ে যান।’
এর আগে, গত বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল, সঠিক প্রমাণ ছাড়া যেন কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার না করা হয়।
সেই নির্দেশনায় আরও বলা হয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে করা মামলায় প্রাথমিক তদন্তে যার বিরুদ্ধে কোনও সংশ্লিষ্টতা পাওয়া না গেলে, তার নাম মামলার তালিকা থেকে বাদ দিতে হবে।
এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একাধিকবার বলেছেন, ‘মামলা হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে—এমন কোনো নিয়ম নেই।’
এসএস//
আরও পড়ুন