ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোনকে জড়িয়ে ধরে কাঁদলেন শাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ২০:১৫, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কিং খান শাকিব বোনকে জড়িয়ে ধরে কাঁদলেন! তবে বাস্তবে নয়, ‘ভাইজান এলোরে’ ছবিতে এমন একটি দৃশ্যে দেখা যাবে শাকিবকে। এ ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি। এ ছবিতে শাকিবের বড় বোনের চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অভিনেত্রী দীপা সেই দৃশ্যের একটি স্থীরচিত্র প্রকাশ করায় তা প্রকাশ পায়। চলতি মাসের তিন তারিখ থেকে তিনি এই ছবির শুটিং শুরু করেছেন।

এ ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার পায়েল সরকার ও শ্রাবন্তী চ্যাটার্জি।

ছবির শুটিংয়ের জন্য দীপা বর্তমানে কলকাতায় রয়েছেন। আগামী ১২ই মার্চ পর্যন্ত কলকাতার একটি জমিদার বাড়িতে এই ছবির শুটিং করবেন দীপা । দীপা জানান, ছবিতে প্রধান তিনটি নারী চরিত্রের একটিতে দর্শক আমাকে দেখতে পাবেন। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর।

দীপা জানান, শাকিবের সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। কাজের ক্ষেত্রে সে অনেক সিরিয়াস।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি