ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোনের কাছে যেতে মানা তৈমুরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সাইফ আলি খান এবং কারিনা কাপূরের ছেলে তৈমুর আলি খানের বয়স মাত্র এক বছর। কিন্তু জন্মের আগে থেকেই লাইমলাইটে এই ছোটে নবাব। কিছুদিন আগেই নবাব পরিবারে এসেছে আরও এক সদস্য। সোহা আলি খান এবং কুণাল খেমুর কোলে জন্মনিয়েছে মেয়ে ইনায়া।

সাধারণ ভাবেই তৈমুর এবং ইনায়ার মধ্যে ভালো একটা সম্পর্ক হওয়ার কথা। কিন্তু তৈমুরের বাবা অর্থাৎ সাইফ আলি খান নাকি এখনই বাধা হয়ে দাঁড়িয়েছেন ভাই-বোনর সম্পর্কে। ইনায়ার সামনে তৈমুর যাক, তা নাকি একেবারেই চান না সাইফ।

সাইফের এই অদ্ভুত আপত্তির কারণ আসলে কী!

সম্প্রতি সোহা সাংবাদিকদের বলেন, ‘তৈমুরের এখন যে বয়স, সব কিছুর মধ্যেই কী আছে তা খুঁজে দেখতে চায়। হাতের সামনে যা পাচ্ছে তাই ছুড়ে দিচ্ছে। আর ইনায়া এতটাই ছোট যে, আমরা ভয় পাচ্ছি তৈমুর যেন কখনওই ওর সামনে একা না থাকে। বিশেষ করে ভাই (সাইফ) তো এটা নিয়ে খুবই চিন্তায় থাকছে। কোনও ভাবেই ইনায়ার কাছে তৈমুরকে যেতে দিচ্ছে না।’

সোহা আরও জানিয়েছেন, সাইফ তাঁর থেকে আট বছরের বড়। কিন্তু তৈমুর হল ইনায়ার এক বছরের বড়। ফলে বড় হওয়ার পর ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হবে বলেই বিশ্বাস করেন তিনি।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি