বোমা হামলা বন্ধ করতে রাশিয়াকে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১৫:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬
সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলা বন্ধ করতে রাশিয়াকে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কেরি বলেন, দ্রুত আলেপ্পোতে বোমা হামলা বন্ধ করা না হলে সিরিয়া নিয়ে আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানান তিনি। এদিকে বুধবার ও মঙ্গলবার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারিবাহিনী ও রুশ বিমান হামলায় দুটি হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো।
আরও পড়ুন