ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বোলিংয়ে শীর্ষ দশে বাংলাদেশি তিন

প্রকাশিত : ১৮:০০, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১৮:০১, ২৫ জুন ২০১৯

ব্যাট-বলের সমন্বয় হলো ক্রিকেটের দর্শন। যে দল ব্যাটিং ও বোলিংয়ে ভালো করেছে সে দলই ম্যাচ জিতেছে। বিশ্বকাপে দর্শকরা যেমন রানের পাহাড় দেখেছে তেমনি উইকেটের পতনও দেখেছে। বোলিংয়ে ১৫ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন তিনজন। ১৪, ১২, ১১ উইকেট নিয়েছেন একজন করে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন চারজন। যার মধ্যে বাংলাদেশের তিন বোলার রয়েছেন।

বাংলাদেশ-আফগানিস্তানের খেলা নিয়ে বিশ্বকাপের ৩১টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮টি খেলা বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়। বাংলাদেশও একটি ম্যাচ থেকে বঞ্চিত হয়েছে। এর পরেও বিশ্বকাপে শীর্ষ ১০ বোলারের মধ্যে অলরাউন্ডার সাকিব আল-হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান রয়েছেন।

এবার দেখে নেই শীর্ষ ১০ বোলারের পরিসংখ্যান :

খেলোয়াড়

ওভার

রান দিয়েছে

ইকোনমি

সেরা

মোট  উইকেট

মোহাম্মদ আমির (পাকিস্তান)

৪৬.০

২১৯

৪.৭৬

৫/৩০

১৫

জোফরা আর্চার (ইংল্যান্ড)

৫৪.৫

২৬৯

৪.৯০

৩/২৭

১৫

মিসেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

৫৬.০

৩০৪

৫.৪২

৫/৪৬

১৫

ফার্গুসন (নিউজিল্যান্ড)

৪৫.৩

২১৭

৪.৭৬

৪/৩৭

১৪

মার্ক উড (ইংল্যান্ড)

৪২.৪

২০৩

৪.৭৫

৩/১৮

১২

প্যাড কামিন্স (অস্ট্রেলিয়া)

৫৬.১

২৭২

৪.৮৪

৩/৩৩

১১

ইমরান তাহির (সাউথ আফ্রিকা)

৫৭.০

২৭৯

৪.৮৯

৪/২৯

১০

মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ)

৪২.০

২৮১

৬.৬৯

৩/৭২

১০

সাকিব আল-হাসান (বাংলাদেশ)

৫৪.০

৩০১

৫.৫৭

৫/২৯

১০

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

৫২.১

৩৫০

৬.৭০

৩/৫৯

১০

 

সূত্র : ক্রিক ইনফো

এএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি