ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বোলিংয়ে সাকিবের হায়দরাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ৯ এপ্রিল ২০১৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাদশতম আসরে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।

ঘরের মাঠে হোম কন্ডিশন কাজে লাগাতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে হায়দরবাদের স্পিন সহায়ক উইকেটে নিজেদের স্পিনারদের উপর ভরসা রেখেছে সানরাইজার্স।

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা বোলার আফগানিস্তানের রশিদ খান এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে নিজেদের স্পিন বিভাগের গুরুদায়িত্ব চাপিয়েছে দলটি।

 আর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি