বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতি মহাথের আর নেই
প্রকাশিত : ২২:৪৬, ৫ মে ২০১৯
আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকার আবাসিক ভিক্ষু শ্রীমৎ ধর্মজ্যোতি মহাথের (বুড়া ভান্তে) আর নেই। আজ রাত পৌনে দশটায় তিনি ইহধাম ত্যাগ করে গেছেন।
একুশে টেলিভিশন অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া।
মৃত্যুকালে ওনার (ধর্মজ্যোতি মহাথের) বয়স হয়েছিল ৮২ বছর। চট্টগ্রামের পটিয়া উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণকারী এই ধর্মগুরু দীর্ঘদিন ধরে রাজধানীর বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অবস্থান করছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ভান্তের পরলোকগমনে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি নেত্রসেন বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া প্রমুখ।
আআ/কেআই