ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ব্যক্তিগত পার্টিতে না যাওয়ায় পাকিস্তানি অভিনেত্রী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ব্যক্তিগত পার্টিতে নাচ-গান আর আনন্দ ফূর্তিতে মাতানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা সম্বুল খানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার শেখ মালটন টাউনের নিজ বাড়িতে তিন বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। ডনের বরাত দিয়ে জি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে,ওই তিন দুবৃত্ত সম্বুল খানের বাড়িতে ঢুকে তাকে একটি হাই প্রোপাইল পার্টিতে যোগ দিতে প্রস্তাব করে। কিন্তু, তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে তারা সম্বুল খানকে গুলি করে হত্যা করে। এরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই তিন যুবক।

এদিকে এ ঘটনায় সাবেক এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। জানা যায়, ২৫ বছর বয়সী সম্বুল খান পাকিস্তানে খুব জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছিল সম্বুল খান।

এর আগেও দেশটিতে একই কায়দায় জনপ্রিয় নৃত্যশিল্পী কিসমাত বেগকে হত্যা করে দুবৃত্তরা। পার্টিতে নাচতে অস্বীকৃতি জানানোয় তাকে গুলি করে হত্যা করে পার্টির আয়োজকরা।

সম্বুল খান ১৯৯২ সালের ৩০ আগস্ট করাচিতে জন্মগ্রহণ করেন। তার কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানের নাম মেরে খাওয়াব রাজা রাজা, বুরি অরাট, ডিল-িই আবদ ও রাজু রকেট।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি