ব্যক্তিগত বিমানে চড়ে আত্মসমর্পণ করতে যাবেন ট্রাম্প
প্রকাশিত : ০৮:৫০, ২ এপ্রিল ২০২৩
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় অভিযোগ গঠনের পর আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, মামলার শুনানি হবে মঙ্গলবার। ওইদিন দুপুরে ট্রাম্প ব্যক্তিগত বিমানেই ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাবেন বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের আইনজীবী জানান, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না। কারণ এটা সাধারণত তাদেরকেই পরানো হয় যাদের ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
স্থানীয় সময় বেলা সোয়া দুইটায় শুনানি শুরু হবার কথা রয়েছে। ট্রাম্পের আদালতে আত্মসমর্পণকে ঘিরে নিরাপত্তার পুরো বিষয়টি দেখভাল করছে এফবিআই, এনআইপিডি, সিক্রেট সার্ভিস ও নিউইয়র্ক সিটি কোর্ট।
এএইচ
আরও পড়ুন