ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ব্যর্থতা ঢাকতেই বিএনপির অভিযোগ: আ. লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৬ জুন ২০১৮

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি রাজনৈতিক ব্যর্থতা  ঢাকতেই গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ করছে। মঙ্গলবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা অভিযোগ করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনো বলছে ২১টি, কখনো বলছে ১০০টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু, কাদের বের করে দেওয়া হয়েছে, তার কোনো তালিকা তারা দিতে পারেনি। তারা রাজনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য হতাশা থেকে জাতিকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্য মাত্র ৫টি কেন্দ্র বন্ধ করা হয়েছে। এতে সার্বিক নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলা যায় না।

তিনি আরও বলেন, গত রাতে বিএনপির কেন্দ্রীয় দু’নেতা গাজীপুরে আরাজকতা সৃষ্টি করে, তার ভিডিও ধারণ করে ভাইরাল করতে নির্দেশনা দিয়েছেন। আজকে যতটুকু বিশৃঙ্খলা হয়েছে, সেই পরিকল্পনার অংশ বলেই আমরা মনে করছি।

তিনি বলেন, যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে তাতে, শেষ পর্যন্ত এর ফল আমাদের প্রার্থীর পক্ষেই আসবে বলে মনে করছি।

প্রতিনিধি দলের অন্যরা হলেন- কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবীর কাওসার, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর।

 

এমএইচ/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি